মতবিনিময় কালে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ- সাতক্ষীরাতে শান্তিপুর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সার্বিক নিরাপত্তা সন্তোষজনক
কালের চিত্র ডেস্ক: জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন স্থানীয় সুধিজন ও জেলা মন্দির সমিতি, পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নেতৃবৃন্দ। এ বিষয়ে নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরাতে শান্তিপুর্ণভাবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, সার্বিক নিরাপত্তা সন্তোষজনক।
বৃস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) উন্নয়ন সংস্থা এএলআরডি থেকে অ্যাডভোকেট রফিক আহমেদ সিরাজী ও রফিকুল ইসলাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন থেকে তানিয়া খাতুন, নিজেরা করে থেকে পবিত্র সরকার, আইআরভি থেকে জাবেদ খালেদ বাসা জয়, টিআইবি থেকে মোঃ মনিরুল ইসলাম এবং ব্লাস্ট থেকে অ্যাডভোকেট মাহমুদা আক্তার, তাপসী রাবেয়া ও ও অ্যাডভোকেট মোস্তফা কবির, স্থানীয় মানবাধিকার সংস্থা স্বদেশ এর নির্বাহি প্রধান মাধব চন্দ্র দত্ত, উন্নয়ন সংস্থা হেড এর পরিচালক লুইস রানা গাইন, টিআইবি প্রতিনিধি মনিরুল ইসলাম জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং স্থানীয় সুধিজন ও জেলা মন্দির সমিতি, পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এসময় পরিবর্তীত পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার সার্বিক বিষয়গুলি নিয়ে বিভিন্ন মানুষের সাথে আলোচনা করেন এবং সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন বিষয়ে প্রশাসনিক উদ্যোগকে সাধুবাদ জানান।
আলোচনায় ধর্মীয় সংখ্যালঘু মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও ক্ষেত্রবিশেষে আস্থার সংকটের কথা উঠে আসে। এছাড়া জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও পরিবর্তীত অবস্থার কারনে দূর্গাপূজার উৎসব আমেজে কিছুটা ভাটা পড়েছে বলে মত প্রকাশ করেন।
বক্তারা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন্ রাজনৈতিক দলের ভুমিকাকে ইতিবাচক হিসাবে বর্ননা করে বলেন এভাবে সকলে এক হয়ে কাজ করলে দেশের মানুষের মধ্যে সামাজিক ও সাম্প্রদায়িক মেলবন্ধন দৃঢ় হবে বলে মনে করেন।
বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর থেকে শত্রুসম্পত্তি আইনের বেড়াজাল মুক্ত করার জন্য সকলের কাছে অনুরোধ করেন ও তাদের সম্পদ ও ব্যবসা নিরাপত্তায় প্রশাসনিক ব্যবস্থা দৃঢ় করার জন্য আহবান জানান।
এসময় নাগরিক প্রতিনিধি হিসাবে এড. আবুল কালাম আজাদ, ভুমিহিীন নেতা আলি নুর খান বাবুল সহ অনেকে প্রতিনিধি দলের সাথে কথা বলেন।
বিকালে জেলা মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত, ছিলেন মন্দির সমিতির সভাপতি এড, সোমনাথ ব্যানার্জী, পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক বিশ^নাথ ঘোষ, হিন্দু বেীদ্ধ খৃষ্টান ্ওক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, নিত্যানন্দ আমিন – সাধারন সম্পাদক জেলা মন্দির সমিতি, প্রেসিডিয়াম সদস্য শুধাংসু শেখর সরকার, এড তারক কুমার, শিব পদ গাইন, সহ সভাপতি পুজা উদ্যাপন পরিষদ, গবিন্দ প্রসাদ ঘোষ,সত্যজিৎ ব্যানার্জী, দুলাল চন্দ্র রায়, দিনেশ দত্ত, নবকুমার মজুমদার, পঙ্কজ দেবনাথ,নকুল দাস প্রমুখ। ঢাকা প্রতিনিধিরা সাতক্ষীরা জেলাতে উপস্থিত থাকা কালিন সময়ে দুপুরে শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরের মায়ের মাথার মুকুট হারানো এবং উন্নয়ন সংগঠন কালিগঞ্জের প্রেরনা সংগঠনের পরিচালকের উপর ঘটে যাওয়া ঘটনা অবগত হন এবং উদ্বেগে প্রকাশ করেন।