কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যার অভিযোগ
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: দীর্ঘদিন রোগ যন্তনা সহ্য করতে না পেরে নাসিমা খাতুন (৪৫) নামে ১ গৃহবধূ পরিবারের অজান্তে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূ কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের রমজান আলীর স্ত্রী এবং সেনা সদস্য আলাউদ্দিন হোসেনের মাতা।
ঘটনাটি ঘটেছে বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার সময় নিজ বসত বাড়িতে। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।মামলা নং ৪৪।
থানার উপ পরিদর্শক শাহাদাত রাজা ও তার পুত্র আলাউদ্দিন জানান, দীর্ঘদিন তার মা বুকে ব্যথা যন্ত্রণায় ভুগছিল। যন্ত্রণা সহ্য না করতে পেরে বুধবার পরিবারের সকলের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জানতে পেরে তাৎক্ষণিক কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতকে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে পুলিশ।