ভোমরায় জনসাধারনের জন্য বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ প্রদান
গাজী হাবিব: সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সাতক্ষীরা সদরের ভোমরায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রামে পদ্মাশাখরা বিওপির আওতাধীন এলাকায় বসবাসকারী গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়ন সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষাসহ জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিতায় এ ক্যাম্পেইন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্যাম্পেইন অব্যহত থাকবে।
মেডিকেল ক্যাম্পেইনে শিশুসহ ১১৮ জন মানুষকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।