তালায় হাব এর ত্রৈমাসিক সভা
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় ভূমিজ ফাউন্ডেশন এর অফিসে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশন এর আয়োজনে হাব এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাব এর সভাপতি আনিচুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশন এর নিবাহী প্রধান অচিন্ত্য সাহা।
ভূমিজ ফাউন্ডেশন এর সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার সঞ্চালনায় হাব এর সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সোমা সরকার সহ আইডিয়াল এর পরিচালক নজরুল ইসলাম, স্বদেশ এর পরিচালক মাধব চন্দ্র দাস, সামস্ এর পরিচালক কৃষ্ণ চন্দ্র মুন্ডা, সাংবাদিক সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান, অন্ত্যজ পরিষদ এর ইমদাদুল হক,আমরা বন্ধু ফাউন্ডেশনেরএস এম নাহিদ হাছান, স্বরসতী দাস, নারী উন্নয়ন সংস্থার লক্ষী সরকার, নারগিস বেগম, আমরা বন্ধু ফাউন্ডেশন সভাপতি নাহিদ ইসলাম বক্তব্য রাখেন।
সভায় হাব এর বর্তমান কাজ এবং ভবিষ্যতে বিষয়ে আলোচনা হয় এবং সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।