বিনোদনযশোর

ইজিবাইকের মোটরে কাপড় জড়িয়ে মর্মান্তিক মৃত্যু সংগীতশিল্পী পিয়ালির

বিনোদন ডেস্ক: দুর্ঘটনায় পিয়ালি অধিকারী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও সংগীতশিল্পী নিহত হয়েছে।

নড়াইলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিয়ালি অধিকারী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী ও সংগীতশিল্পী নিহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদরের বাশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম পিয়ালির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পিয়ালি নড়াইল সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর কন্যা।

পিয়ালির বাবা বীরেন অধিকারী জানান, প্রতিদিনের মতো তার মেয়ে সোমবার সকালে বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে প্রাইভেট পড়ে ইজিবাইকে ফিরছিল। পথে বাশভিটা এলাকায় তার কামিজের কাপড় ইজিবাইকের মোটরের সাথে জড়িয়ে যায়। এতে গুরুতর আহত হয় পিয়ালি। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পিয়ালির মৃত্যুর ঘটনায় নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কর্মকর্তারা শোক ও সমবেদনা জানিয়েছেন। পিয়ালির আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *