সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে দুই পাচারকারীসহ তিন বাংলাদেশি আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ভারতে অনুপ্রবেশের সময় দুই পাচারকারীসহ তিন বাংলাদেশি আটক হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর’২৪) ভোর রাতে সাতক্ষীরা সীমান্তের পদ্মশাখরা ও হিজলদি সীমান্ত দিয়ে পারাপারের সময় বিজিবি তাদের আটক করে বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি পদ্মাশাখরা বিওপি আওতাধীন সীমান্ত পিলার ২/১ এসের ৫০ গজ ভিতরে শ্মশান নামক স্থানে পদ্ম শাখরা বিওপির নায়েক সুবেদার আমির হোসেন ও এসআইপি সদস্য হাবিলদার মোঃ আনোয়ারের নেতৃত্বে একটি অভিযানিক দল দুইটি মোটরসাইকেলসহ মানবপাচারকারী পদ্মাশাখরা কোমরপুর গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৮) ও ভোমরা লক্ষীদাড়ীর আসাদুল সরদারের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৩) এবং অনুপ্রবেশকারী ভোমরা লক্ষ্মীদাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ শামসুজ্জামান (৩৯)কে আটক করে।
বিজিবি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা মাদক চোরাচালানের সাথে জড়িত। আটক ২ মোটরসাইকেলের আনুমানিক মূল্য চার লক্ষ টাকা।
অপরদিকে, কলারোয়া উপজেলার হিজলদী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় একজন নারী ও একজন পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের শামসুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বেলবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মোঃ মামুন (৩৩)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির একটি বিশেষ অভিযানিক দল মেইন পিলার ১৬ থেকে ১০০ গজ ভিতরে সুলতানপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিদের স্থায়ী ঠিকানার স্থানীয় মেম্বার ও এলাকা গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা উক্ত ঠিকানার স্থায়ী বাসিন্দা এবং গত ০১ আগস্ট ২০২৪ তারিখ যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।