সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে মৎস্যঘের মালিক নিহত
মাহমুদুল হাসান শাওন: সাতক্ষীরার দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম (৩৮) নামের এক মৎস্যঘের মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রত্মেশ্বরপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বেলা ১১টার দিকে বাড়ির অদূরে পাঁচপোতা এলাকায় নিজের মালিকানাধীন মৎস্যঘের পরিচর্যায় গিয়েছিলেন তিনি। মৎস্যঘেরে কর্মরত অবস্থায় দুপুরে আকষ্মিক বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান বজ্রপাতে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।