সাংবাদিক মোস্তফার ভাইয়ের মৃত্যুত সাতক্ষীরা প্রেসক্লাবের শোকজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য মীর মোস্তফা আলী’র মেজো ভাই মীর মোকসেদ আলী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে গভীর ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম,সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব মোল্লা, কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার।

