অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিকতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বিএসএফ’র কাছ থেকে পেয়ে ১৮ বাংলাদেশীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে তলুইগাছা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম। হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো: জিন্টু,রাবেয়া খাতুন,জিন্টুর মেয়ে রায়হান মোল্যা (০১),আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী,রিজিয়া খাতুন,মহব্বত ঢালীর ছেলে ইয়াসিন ঢালী (১৫),মমতাজ পারভীন,নূর ইসলাম,তাঁর ছেলে জিম খাতুন (০৭),দাতিনাখালী গ্রামের উমর ফারুক,রুপা খাতুন,তাঁর মেয়ে জান্নাতী খাতুন (০৪) ও খুলনার বয়রা এলাকার ফারুক সরদার,তাঁর স্ত্রী রীনা বেগম,তাদের মেয়ে সুমাইয়া খাতুন,রুমী খাতুন,মামনি খাতুন,ছেলে সাকিব সরদার (০৭।

সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৮ বাংলাদেশীকে হস্তান্তর করেন। পরে তিনি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করে সোপর্দ করেন।

ফেরত আসা ফারুক সরদার জানান, তাঁরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবীকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত)শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *