অনলাইনআশাশুনিসাতক্ষীরা জেলা

ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার না করে বাদীপক্ষকে হয়রানি করায় আশাশুনি থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মেহেদী হাসান শিমুল: একটি নারী শিশু মামলার বিজ্ঞ আদালত কতৃক গ্রেফতারী পরোয়ানা জারীর দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও আসামিকে গ্রেফতার না করে উল্টো মামলার বাদীপক্ষকে আশাশুনী থানা পুলিশ কতৃক নানাভাবে হয়রানি করার প্রতিবাদে ১আগষ্ট শুক্রবার বি.ডি.এফ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব দহাকুলা গ্রামের আজিমউদ্দিন সরদারের পুত্র জিয়াউর রহমান জিয়া জানান-আমার ভাই মো: রিজাউল ইসলামের কন্যা ফারহানা খাতুন বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। মামলা নম্বর- নারী শিশু ৬১৬/২৪, ধারা -নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ২০০৩)এর ১১(ক)/১১(গ)/৩০

উক্ত মামলার আসামি আশাশুনী থানার কচুয়া গ্রামের আফছার আলীর পুত্র ইমরান আলীর বিরুদ্ধে গত ৯ মাস পূর্বে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। কিন্তু সে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের বিতর্কিত নেতা হওয়ায় গত বছরের ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। দীর্ঘদিন থাকার পর গত ইং ১৮ জুলাই সে বাড়িতে এসে সে প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আশাশুনী থানার পুলিশ তাকে আর ধরবে না বলে স্হানীয়দের সাথে বলে  বেড়াচ্ছে। আমরা বিষয়টি জানতে পেরে বিভিন্ন সময় একাধিকবার আশাশুনী থানায় যোগাযোগ করলে ওসি শামসুল আরেফিন আমাকে থানায় দেখা করতে বলেন। আমি দেখা করতে গেলে তিনি বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই তুষারের সাথে দেখা করে তার সাথে নিয়ে আসামিকে দেখিয়ে দিতে বলেন। সেখানে যাওয়ার পর এস আই তুষার বলেন – ওসি স্যার আমাকে যেতে নিষেধ করেছেন। আপনি বিট অফিসার এস আই ফয়সালের সাথে যোগাযোগ করেন। এবার তার সাথে যোগাযোগ করার পরে তিনি আবার ওসি সাহেবের সাথে দেখা করতে বলেন। এভাবেই আশাশুনী থানার অফিসার ইনচার্জসহ এস আই আ: রশিদ, বুধহাটা তদন্ত কেন্দ্রের এস আই তুষার মন্ডল এবং কাদাকাটি ইউনিয়নের বিট অফিসার এস আই ফয়সাল বিভিন্ন কৌশলে আসামিকে গ্রেফতার না করে উল্টো আমাদেরকে হয়রানি করছে। বর্তমান দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আশাশুনী থানা পুলিশের এহেন কার্যকলাপের বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপারসহ স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান জিয়া। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: রেজাউল ইসলাম, মো: হাফিজুল ইসলাম, স্বপন বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *