সাতক্ষীরার কালিগঞ্জে ৪শ’ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি আটক
এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে ৪শ’ গ্রাম গাঁজাসহ মোঃ ওবায়দুল্লাহ (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের আব্দুল গাজীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রোববার সন্ধ্যায় বন্দকাটি গ্রামে ওবায়দুল্লাহর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪শ গ্রাম গাঁজাসহ ওবায়দুল্লাহকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও পুলিশ রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার কাজলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ সেলিম (৪৩) নামে পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মোঃ সেলিম উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামের আব্দুল গফফারের ছেলে। তিনি সিআর ৯৪১ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ গ্রেফতার মোঃ ওবায়দুল্লাহ ও সিআর মামলার আসামি মোঃ সেলিমকে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।