অপরাধআইন আদালতশ্যামনগর

শ্যামনগরে পলাতক আসামী গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ব্যাংক চেকের মামলায় এক পলাতক আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। সুত্রে প্রকাশ, গ্রেফতারকৃত আসামী হল- পদ্মপুকুর গ্রামের মোঃ আঃ গফুর মোড়লের পুত্র আব্দুল্লাহ মোড়ল (৪৮)।

সাতক্ষীরা বিজ্ঞ আমলী-নং- (০৫) (শ্যামঃ) আদালতের সি.আর. ৭৭২/২৪ (শ্যামঃ), এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ জানুয়ারী বিকাল ২ টা ৩০ মি: দিকে শ্যামনগর থানা পুলিশ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর বাসস্ট্যান্ড পরিবহন থেকে আব্দুল্লাহ মোড়ল কে গ্রেফতার করা হয়। গোদাড়া গ্রামের জনৈক শাহাজানের কাছ থেকে আব্দুল্লাহ মোড়ল ৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে না দিয়ে প্রতারনা করায় তার বিরুদ্ধে মামলা হলে সে পালিয়ে থাকে।

বিজ্ঞ আদালতে তাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলেও  আব্দুল্লাহ মোড়ল হাজির না হয়ে গোপনে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *