তালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসন (সাতক্ষীরা সদর-দেবহাটা) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবু এবং আইনজীবী এডভোকেট তোজাম্মেল হোসেন তোজামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতেই দুষ্কৃতকারীরা নীলনকশা অনুযায়ী কাজ করছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এর আগেও বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় হামলার শিকার হয়েছেন। এসব ঘটনা প্রমাণ করে যে একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সহিংসতার পথ বেছে নিয়েছে।

এর আগে বিকেলে শহরের সঙ্গীতা মোড় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ. আর. মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমনুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, দেবাশীষ চৌধুরী, সাবেক জেলা যুবনেতা আরিফ ইকবাল, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা লুৎফুল আলম খোকনসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *