জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নাজমুল আলম মুন্না: জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রাভ সভাঘরে রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান।
প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং গত সভার আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা। এরপর ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য ও সভার আলোচ্য বিষয় তুলে ধরেন। সভায় মাঠপর্যায়ের কার্যক্রম এবং আগামী পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা ও বর্তমান পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আইনজীবি নাজমুন্নাহার ঝুমু, সাংবাদিক মোঃ ফারুক মাহাবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, নাজমুল আলম মুন্না, সুকুমার দাস বাচ্চু, মীর খায়রুল আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, ধর্মীয়নেতা আঃ সাত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ মোসফিকুর রহমান মিল্টন, শীলা রানী হালদার ও মফিজুর রহমান। উপজলা যুব ফোরামের যুগ্ম- আহবায়ক আইরীন সুলতানাসহ আরো অনেকে।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে করনীয় ও মাঠ পর্যায়ে কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলার ৭ টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করে আরো বলেন, বর্তমান সময়ে যুবদের উদ্বুদ্ধ করে সমাজে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠায় কাজ করার উপযুক্ত সময়।

