তালা প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালা প্রেসক্লাবে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) সকালে প্রেসক্লাব ভবনে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেহের পরিচালনায় বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রেন্টু, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ- সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক এম এম রোকনুজ্জামান টিপু, সাহিত্য বিষয়ক সম্পাদক অর্জুন বিশ্বাস, কার্য্যনির্বাহী কমিটির সদস্য গাজী সুলতান আহম্মেদ, সেলিম হায়দার, জি এম খলিলুর রহমান লিথু, সেকেন্দার আবু জাফর বাবু ও এস এম নাহিদ হাসান। এসময় তালা প্রেসক্লাবের সদস্য এস এম লিয়াকত হোসেন, আজমল হোসেন জুয়েল, কে এম শাহিনুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ আজিজুর রহমান, ইমরান মাহমুদ হিল্লোল, তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল-মামুন, তাজমুল ইসলাম, সুমন রায় গণেষ, মোঃ বিল্লাল হোসেন, সন্তোষ ঘোষ, কাজী লিয়াকত হোসেন, মোঃ মোতাহিরুল হক শাহিন, তাপস সরকার, শিরিনা সুলতানা, শামীম খান, আফজাল জোয়াদ্দার উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রেসক্লাবের কর্মকর্তারা ক্লাবের অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।