তালাপাটকেলঘাটা

তালা ভূমি অফিসের সেবার মান এগিয়ে নিতে এসি ল্যান্ডের প্রশংসনীয় উদ্যোগ

ভ্রাম্যমান প্রতিনিধি, তালা: তালা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বলেছেন, আমি যোগদানের মাত্র দু মাস হয়েছে।জণভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে আমি বদ্ধ পরিকর, আপনাদের সহযোগিতা নিয়ে দুর্নীতি অনিয়ম ছাড়াই ভুমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। অজ্ঞতার এ দুষ্টুচক্র থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। তাই নিজের জমির বিষয়ে যথাসম্ভব কোনো মাধ্যম ছাড়া নিজে কার্যক্রম সম্পাদনের চেষ্টা করতে সকল ভুমি মালিককে অনুরোধ জানিয়েছেন তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

তিনি বলেন, দালালেরা সবসময় অপপ্রচার করে যে টাকা ছাড়া কাজ হয় না ফাইল আটকে থাকে। এই অপপ্রচার না করলে তাদের অবৈধ আয় বন্ধ হয়ে যাবে। যেকোনো অপপ্রচার সম্পর্কে সচেতন হতে এবং হয়রানি বন্ধে যেকোন অভিযোগ থাকলে সরাসরি তিনি এসিল্যান্ডকে জানাতে তার মোবাইলে (০১৯৮০৩৩২৫১৪) নাম্বারে যোগাযোগ করতেও অনুরোধ করেন । ইতোমধ্যে উপজেলার এই সহকারী কমিশনার (ভূমি) সাধারণ মানুষের পাশাপাশি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রিয় হয়ে উঠেছেন।

মঙ্গলবার(১৮ মার্চ) বিকাল ৪টায় পাটকেলঘাটাস্থ তালা ভুমি অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি দুর্নীতি মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতার অফিস গড়ার অঙ্গীকার করেন।

এসময় তালা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ফয়সাল, সহ-সভাপতি প্রভাষক ইয়াছিন আলী, সাংবাদিক আশরাফ হোসেন, বিএম জুলফিকার রায়হান, রোকনুজ্জামান টিপু, অর্জুন বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রেন্টু, আজিজুর রহমান, আরিফ বিল্লাহ, হাসান আলী বাচ্চু, পার্থ প্রতিম, শামীম খান, নারায়ন মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *