সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারেম কিশোরী ও নারীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের আওতায় অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রেকিং দা সাইলেন্সের সাতক্ষীরা অফিস ইনচার্জ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা আইসিটি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, মানবাধিকার কর্মী জোছনা দত্ত, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ প্রমুখ।
সভায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি ও স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।