সড়কপথে সুন্দরবন বিষয়ে শ্যামনগরে মতবিনিময় সভা
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: নতুন পথে সুন্দরবন প্রকৃতির রানী সুন্দরবন এর গভীরে অত্যন্ত নয়নাভিরাম ও হৃদয় জুড়ানো সাগর, নদী, সৈকত ও সুন্দরবনের চমৎকার মিশেলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ভ্রমনে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে দেশের একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নব দিগন্ত।
সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন, এই শ্লোগানকে সামনে রেখে সুন্দরবন এর বর্তমানে সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান পুটনি দ্বীপ ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত যা প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন।সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন মুলত ভারত বাংলাদেশের মোট সুন্দরবন এর মধ্যভাগ হওয়ায় এখানের পশুপাখি, বনের গভীরতা বা গাছগাছালির ঘনত্ব অনেক বেশি।
সড়কপথে সুন্দরবন দেখার অনুরোধ রেখে শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে ইকো ট্যর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবনের সভাপতি নাজমুস শাহাদাত পলাশ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ের উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান,সভাপতি সামিউল আজম ইমাম মনির,সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল কাদের,এম কামরুজ্জামান সহ সাংবাদিক বৃন্দ ও ইকো ট্যুরিজিয়াম এর নেতৃবৃন্দ।