সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
গাজী হাবিব: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে সাতক্ষীরায় র্যালি, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সারাদেশের ন্যায় দিবসটি উপলক্ষ্যে বিকাল ৪ টায় সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট’র সমন্বয়ে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভাঃ) ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এস, এম আকাশ এর নেতৃত্বে এবং জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেড ক্রিসেন্ট’র সমন্বয়ে ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. নূরুল ইসলামের সঞ্চালনায় কালেক্টরেট চত্বরে আত্মরক্ষা ও ক্ষয়-ক্ষতি রোধে প্রাকৃতিক দূর্যোগ ভূমিকম্প, বন্যা, বজ্রপাত থেকে প্রাণ ও সম্পদ রক্ষার প্রশিক্ষণমূলক বিভিন্ন কৌশল এবং অগ্মিকান্ড রোধ এবং নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এস এম আকাশ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ, এলজিইডি এর সহকারী প্রকৌশলী সুমন দাশ, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, খান গোলাম মোস্তফা, মাসুদ রানা, সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিশ^জিৎ মন্ডল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ বাবলু রেজা, সিপিপি প্রতিনিধি গোলাম রসুল, বিডিআরসিএস প্রতিনিধি ইলিয়াস হোসেন, সামিয়া আক্তার মেঘলা, রাফি হাসান, ইইডি প্রতিনিধি আবু জায়েদ, অগ্রগতি সংস্থার আবু বকর সিদ্দিক, জুয়েল হোসেন রানা, গার্লস ইন রোভারের নুসরাত জাহান জিনিয়া, আম্বিয়া খাতুন, স্কাউটের নিরব ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। দুর্যোগ দুই ধরনের। প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে অন্যতম। প্রকৃতির সাথে আমরা যে বিরূপ আচরণ করি তা মাত্রারিক্ত হলে প্রকৃতিও আমাদের উপর প্রতিশোধ নেয়। উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা বেশী দূর্যোগে পতিত হয়। সচেতনতার সাথে দুর্যোগের খবর পেলে সকলকে সতর্ক থাকতে হবে। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এলাকায় ব্যাপক সচেতনামূলক প্রচার-প্রচারণা চালাতে হবে। তবে আমরা যত বেশী সচেতন হচ্ছি দুর্যোগের ক্ষয়ক্ষতি ততো কমে আসছে। এজন্য আমাদের আরো বেশী সচেতন হওয়া দরকার। সাহসের সাথে আমরা নিজেরা অনেক দুর্যোগ বা দূর্ঘটনা এড়িয়ে চলতে পারি।
এদিকে, জেলার অন্যান্য উপজেলায়ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এর মধ্যে শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মহড়া, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সিপিপি’র বাস্তবায়নে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ফায়ার সার্ভিস শ্যামনগর ষ্টেশনের আয়োজনে গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোর কৌশল শেখানো হয়। পর র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ, শ্যামনগর প্রেসকাবের সম্পাদক মোস্তফা কামাল, এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান প্রমুখ।
সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, র্যালী, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর উপস্থিতিতে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক এর সার্বিক ব্যবস্থাপনায় একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তালা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল হান্নানের নেতৃত্বে ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প অফিস, মুক্তিপরিষদের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহন করেন। দিবসটি উপলক্ষে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সাতক্ষীরার দেবহাটায় দিবসটি উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা সরকারি হাইস্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগীতায় ও দেবহাটা ফায়ার স্টেশনের লিডার ইউনুস আলীর নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়। এছাড়া আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শরীফ নেওয়াজ বক্তব্য দেন। এসময় উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা প্রেসকাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস কাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।