সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ক্যাশিয়ার ভারতে গমনকালে আটক, অত:পর মুচলেকায় মুক্ত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য রাজেশ্বর দাস ভারতে পলায়নকালে বিজিবি’র হাতে আটক হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে পরিবারসহ ভারতে পলায়নকালে বিজিবি কর্তৃক আটক হয়।
বিজিবি সুত্রে জানা যায়, প্রাথমিকভাবে ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল । এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূনীতির অভিযোগ রয়েছে।
তাছাড়া, গোয়েন্দা তথ্যমতে এই আওয়ামী লীগ নেতার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য রয়েছে।
উল্লেখ্য, আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাস আজ শনিবার ভারতে যাওয়ার সময় বিজিবি সন্দেহজনকভাবে তাকে আটক করে।
পরবর্আতিতে আটককৃত রাজেশ্বর দাসকে সুস্থাবস্থায় মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়।