সদরসাতক্ষীরা জেলা

মাদকাসক্ত যুবকের হাতুড়ি পিটিয়ে বুদ্ধি প্রতিবন্ধি চুমুকি হত্যা

স্টাফ রিপোর্টার:সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ি পেটায় এক বুদ্ধি প্রতিবন্ধি তরুণী নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক ইলিয়াসকে আটক করে র‍্যাব রেপ সদস্যদের কাছে সোপর্দ করেছে।

নিহত বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর নাম রোজিনা চুমুকি (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের ইকরামুল ইসলামের মেয়ে। চুমুকি সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের পিতা ইকরামুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধি মেয়ে চুমুকির মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছে। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গেছে বলে আমার ধারণা।

সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক জানান, নিহত রোজিনা চুমকি তার বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল। সে বুদ্ধি প্রতিবন্ধি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ঘাতক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *