অনলাইনআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: ১ কেটি ৬০ লক্ষাধিক টাকার ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম ওজনের ১১টি স্বর্ণের বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। ওই যুবকের নাম জাকির হোসেন। সে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ী গ্রামের আরিজুল মোল্লার ছেলে।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা হতে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৩-এস ৭ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল লক্ষীদাড়ী এলাকায় কৌশলে অবস্থান করে। এ সময় আভিযানিকদল ওই এলাকা হতে জাকির হোসেনকে আটক করে বিজিবি। পরবর্তীতে তাকে তল্লাশী করে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫ শত টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *