Uncategorized

নান্দনিক কেশবিন্যাস

চুলে মুখাবয়বের সঙ্গে মানানসই কাটের মাধ্যমে সৌন্দর্য ও ব্যক্তিত্ব যেমন ফুটিয়ে তোলা যায়, তেমনি বয়সও কমিয়ে ফেলা যায় নিমিষেই। মার্জিত ভাবও প্রকাশ পায় চুলের স্টাইলে। মানুষের পছন্দ এক নয়। যেমন, কেউ পছন্দ করেন ঢেউ খেলানো দীঘল কালো চুল, কারও পছন্দ ছোট ছাঁচে কাটা চুল। অনেকের আবার কোঁকড়ানো চুলও পছন্দ। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন নিজের মুখের শেপ বা ধরন।

তাই কোনো বিখ্যাত সেলিব্রেটিকে দেখে ঝোঁকের মাথায় তার মতো হেয়ারস্টাইল করলে আপনাকে অসুন্দরও দেখাতে পারে নারী হোক বা পুরুষ সকলেরই সৌন্দর্যের প্রধান অনুষঙ্গ চুল বা কেশ। আর এই চুল সুন্দর করতে ফ্যাশন সচেতন মানুষের থাকে নানা আয়োজন। কেননা চুলে মুখাবয়বের সঙ্গে মানানসই কাটের মাধ্যমে সৌন্দর্য ও ব্যক্তিত্ব যেমন ফুটিয়ে তোলা যায় তেমনি বয়সও কমিয়ে ফেলা যায় নিমিষেই। মার্জিত ভাবও প্রকাশ পায় চুলের স্টাইলে। মানুষের পছন্দ এক নয়। যেমন কেউ পছন্দ করেন ঢেউ খেলানো দীঘল কালো চুল, কারও পছন্দ ছোট ছাঁচে কাটা চুল। অনেকের আবার কোঁকড়ানো চুলও পছন্দ। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন, নিজের মুখের শেপ বা ধরন। তাই কোনো বিখ্যাত সেলিব্রেটিকে দেখে ঝোঁকের মাথায় তার মতো হেয়ারস্টাইল করলে আপনাকে অসুন্দরও দেখাতে পারে। এজন্য কোনো বিউটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে ঠিক করুন আপনাকে কোন কাটে ভালো মানাবে।

লম্বা চুলের কাট
আটপৌরে বাঙালি নারী মানেই দীঘল কালো কেশ। যা নারীর সৌন্দর্য বাড়ায় কয়েকগুণ। বিভিন্ন কাটের মাধ্যমে এ চুলে বৈচিত্র্য আনা যায়। আবার লম্বা চুলের সিঁথির পরিবর্তন করেও চেহারায় পরিবর্তন নিয়ে আসা যায় সহজেই। মাথার মাঝে সিঁথির ক্লাসিক লুক আজকাল একটু কমই দেখা যায়। কাঁধ পর্যন্ত চুল রেখে এক পাশে সিঁথি করার ট্রেন্ড খুব লক্ষণীয়। তবে যাদের চুল একটু ঘন, তারা চুলগুলো একটু ফুলিয়ে নিয়ে পেছনের দিকে টেনে

হেয়ার ক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন সহজেই। আর যারা টিনএজার, তারা হেয়ার ব্যান্ড ব্যবহার করে পনিটেইল করলেও ভালো লাগবে। এছাড়া লম্বা চুলের লেন্থ-এ ভিন্নতা নিয়ে আসতে পারেন লেয়ার কাটিংয়ের মাধ্যমে। পছন্দ এবং স্টাইল অনুযায়ী লেয়ার, ব্যাংস, ভলিউম লেয়ার, স্টেপ কাট সম্পর্কে জেনে নিয়ে আপনাকে যে কাটে মানাবে সেভাবে চুল কাটুন। বাড়তি সৌন্দর্যের জন্য চুল কালারও করা যেতে পারে।

ছোট চুলের কাট
ববকাট: ছোট চুলের অন্যতম একটি কাটের নাম ববকাট। আর ববকাট মানেই শত রকমের এক্সপেরিমেন্ট। চুল ছোট হলে মুখের শেপের সঙ্গে মানিয়ে নিয়ে আপনিও ট্রাই করতে পারেন বিভিন্ন ধরনের ববকাট। এক্ষেত্রে একটু গোলগাল মুখের মেয়েদের জন্য এ-লাইন ববকাট হতে পারে পারফেক্ট। এ-লাইন ববকাটের জন্য সামনের দিকে প্রায় থুঁতনি পর্যন্ত চুল রেখে পেছনের দিকে কিছুটা ছোট করে চুল কাটতে হবে। আউটলুক অনুযায়ী কখনো মাঝ বরাবর আবার কখনো একটু পাশে সিঁথি করে আনতে পারেন ভিন্নতা।

ব্যাংস কাট: বেশ কয়েক বছর যাবত ছোট বা বড় সব চুলের জন্যই ব্যাংস কাট বেশ জনপ্রিয়। সামনের চুলে এই কাট দেওয়া হয়। ব্যাংস কাট হেয়ার স্টাইলে আনতে পারে নিজস্বতা। যারা খুব বেশি এক্সপেরিমেন্টের ঝুঁকি নিতে চাইছেন না, তারা শোল্ডার লেন্থ বব কাট অর্থাৎ কাঁধ পর্যন্ত সমান করে ছেঁটে নিতে পারেন। এক্ষেত্রে খুব বেশি লেয়ার ব্যবহার না করে, চুলগুলো একদম সোজা রাখাটাই ভালো। আর ভিন্নতা নিয়ে আসুন আপনার সিঁথি কোন পাশে করছেন তার ওপর ভিত্তি করে। চাইলে আরও একটু ছোট করে থুঁতনি পর্যন্ত ছেঁটে নিয়ে চিন লেন্থ বব কাট হেয়ার স্টাইলও ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার মুখাবয়ব একটু লম্বাটে হয়ে থাকে। শোল্ডার লেন্থ বব কাটের পর কাঁচি দিয়ে কিছুটা এলোমেলোভাবে কেটে ট্রাই করুন শ্যাগি বব। তবে খেয়াল রাখবেন, অবিন্যস্তভাবে ছাঁটতে গিয়ে কোথায় যেন খুব বেশি ছোট অথবা খুব বেশি বাঁকা না হয়ে যায়। শ্যাগি বব-এর জন্য চুলের ডিজাইন একটু ফুলিয়ে রাখতে পারলে বেশ সুন্দর লাগে।

পিক্সি স্টাইল: ছোট চুলের পিক্সি হেয়ার স্টাইলের ট্রেন্ড নব্বই দশকে শুরু হলেও, ইদানীং তা আবার ফ্যাশনে পরিণত হয়েছে। যাদের মুখাবয়ব একটু ছোট ধাঁচের, তাদের পিক্সি হেয়ার স্টাইলে বেশ মানিয়ে যায়। পিক্সি হেয়ার স্টাইলের জন্য প্রথমেই খেয়াল রাখবেন, চুলের যেনো কোনো ধরনের ক্ষতি না হয়। চুলের ডিজাইন-এ ভিন্নতা নিয়ে আসুন- পেছন থেকে আন্ডারকাট করে সামনের দিকে কপালের ওপর একটু কোঁকড়া করে নিয়ে। এছাড়া লেয়ার করে কপালে ও ঘাড়ের ওপর ছড়িয়ে দিয়েও আনতে পারেন এলিগেন্ট লুক। পিক্সি হেয়ার স্টাইলে আপনার মুখের শেপ অনুযায়ী একটু ওয়েভ অথবা কার্ল করেও আনতে পারেন নতুনত্ব। অনেক সময় কিছুটা অবিন্যস্তভাবে ছেঁটে নিলেও হেয়ার স্টাইলে চলে আসে ট্রেন্ডি লুক।

তবে হেয়ার স্টাইল যাই হোক, অবশ্যই এক্সপার্ট বিউটিশিয়ানদের কাছ থেকেই করাবেন। প্রয়োজনে চুল কাটা শুরু করার আগেই হেয়ার এক্সপার্টের সঙ্গে আপনি যে স্টাইল করতে চাইছেন তা নিয়ে আলোচনা করে নিন। সেই স্টাইলে আপনাকে মানাবে কি না অথবা তার কোনো সাজেশন থাকলে সেটিও জেনে নিন। হেয়ারকাটের পাশাপাশি চুলের সৌন্দর্য বাড়াতে যত্নেরও প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *