অনলাইনজাতীয়রাজনীতি

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের কথা জানান।

আওয়ামী সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশির ভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তখনও সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। নতুন নিয়োগেও সুজিত চ্যাটার্জি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।

এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করছিল আইনজীবীদের একটি অংশ। তার জেরেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *