দেবহাটায় জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক আহত, থানায় এজাহার দায়ের
স্টাফ রিপোর্টার: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আজমল হোসেন আশিক নামের এক যুবক মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার খাসখামার গ্রামে এঘটনাটি ঘটে।
এ ঘটনায় আশিক নিজেই বাদী হয়ে প্রতিপক্ষ আপন চাচা আজিবুল বাসারসহ ৭ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি এজাহারের কপি জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আজহারুল ইসলামের পুত্র আজমল হোসেন আশিক তার এজাহারে উল্লেখ করেছেন যে, দেবহাটা উপজেলা খাসখামার গ্রামের মৃত আরজাহান আলীর পুত্র আজিবুল বাসার, একই গ্রামের আমিন হাজারীর পুত্র বাবু হাজারী, আজিবুল বাসারের স্ত্রী মাছুরা খাতুন, দৌলত সরদারের পুত্র আব্দুল হান্নান ও নাছির সরদার, মৃত নুর ইসলামের পুত্র মোহাম্মদ আলী এবং সেলিম সরদারের পুত্র সোহেল রানা কালু পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে লাঠি, লোহার রড ও দাসহ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতা দলবদ্ধ হয়ে খাসখামারের রবিউলের বসত বাড়ির সামনে ইটসোলিং রাস্তায় আমার পথরোধ করে এবং আজিবুল বাসার তার হাতে থাকা ধারালো দা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথার মাথার বাম পাশে কোপ মারিয়া গুরুতর জখম করে। এসময় বাবুর হাতে থাকা লোহার রড দ্বারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ করে বাড়ি মারলে উক্ত বাড়ি আমি ডান হাত দিয়ে ঠেকাইলে আমার ডান হাতের কনুতে ও কব্জিতে হাড়ভাঙা জখম হয়। আঘাত জনিত কারনে আমি রাস্তার উপর পড়ে গেলে হান্নান ও নাছির তাদের হাতে থাকা লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে বাড়ি মারিয়া ফোলা জখম করে। একপর্যায়ে মাছুরা আমার প্যান্টের ডান পাশের পকেটে থাকা ১ লাখ টাকা কেড়ে নেয়। এছাড়া হান্নান আমার প্যান্টের বাম পাশের পকেটে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন ভাংচুর করে এবং আমার টি শার্ট ছিড়ে ফেলে আনুমানিক ৪১ হাজার টাকার ক্ষতিসাধন করে।
বর্তমানে গুরুতর আহত আশিক দেবহাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু উভয় পক্ষই আইনজীবি, সেহেতু বিষয়টি অধিকতর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, এর আগে চলতি মাসের ৩ তারিখে এই আজিবুল বাসারের বিরুদ্ধে তার ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার আরেক ভাই আছাবুর রহমান। এসময় সংবাদ সম্মেলনে তার বড় ভাই আজহারুল ইসলাম, তিন বোন আরিজা বেগম, আফরোজা বেগম, নাসরিন ও মা ফরিদা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, তাদের পিতা আরজাহান আলী ২০২১ সালে মারা যাওয়ার পর পিতার রেখে যাওয়া খাসখামারের সকল সম্পত্তি অবৈধভাবে ভোগ দখল করে যাচ্ছে তাদের ছোট ভাই এই আজিবুল বাসার। কোন ভাই-বোন এই সম্পত্তির ভাগ চাইতে গেলে আজিবুল বাসার তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারপিট করে তাড়িয়ে দেয় এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধমকি প্রদর্শন করে থাকে।