অনলাইনজাতীয়সদরসাতক্ষীরা জেলা

ভোমরা স্থল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় আনন্দ মিছিল ও সমাবেশ

জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানির গেজেট প্রকাশ করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ উর্ধবতন কর্মকর্তাদেরকে ভোমরা স্থলবন্দরের সকল সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে একটি আন্দন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ৪ সেপ্টেম্বর ২০২৪ইং) বেলা ১১ টায় ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের আয়োজনে এই শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, ভামরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য আলহাজ্ব অহিদুল ইসলাম, রাইসুল হক টুকু,ট্রান্সপোর্ট সমিতির আহবায়ক লুৎফর রহমান মন্টু, ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সাংগঠনিক সম্পাদক হাদি উজ্জামান বাদশাহ, আসাদুল হক, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিজানুর রহমান নিজাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে সকল পণ্য আমদানির গেজেট প্রকাশ ও ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা করায় হাজার, হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও উর্ধবতন কর্মকর্তাদেরকে অভিন্দন জানান। সাথে সাথে এই বন্দর আগামী দিনে রাজাস্ব দিক দিয়ে বাংলাদেশের মধ্যে অন্যতম ভ’মিকা রাখবে।
পরে ভোমরা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ঘোচাডাঙ্গা সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *