অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে উত্তরণের আয়োজনে শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

শ্যামনগরে উত্তরণের আয়োজনে শিশুশ্রম পরীবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো এর আর্থিক সহায়তায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সাথে কমিউনিটি বেজড শিশু সুরক্ষা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রকাশচন্দ্র মন্ডল, স্টেশন কর্মকর্তা আসাদুর রহমান, ডা. কেএম মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম,কাশিমাড়ী,গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ ও শিশুসুরক্ষা কমিটির সদস্যবৃন্দ।

উক্ত সভায় প্রকল্পের বিগত বছরের অর্জন,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ভুমিকা এবং কমিটি পূনঃগঠনের বিষয়ে আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *