অনলাইনকয়রাখুলনাখেলাধূলাবিনোদনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা

গাজী হাবিব/মেহেদী হাসান শিমুল: গ্রামীন ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর চেলার বিলে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বিশিষ্ট ক্রীড়াবিদ দিদারুল ইসলাম খোকা ও মোঃ শহীদুল ইসলামের আয়োজনে এ ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়াবিদ দিদারুল ইসলাম খোকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ।

এসময় তিনি বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতাসহ গ্রামীন প্রাচীন ঐতিহ্য অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এ ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজক কমিটি যে আয়োজন করেছেন সে জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে মাদককে পরিহার করে এ খেলাধুলার প্রতি আগ্রহী হতে কিশোর ও যুব সমাজের প্রতি আহবান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক, ওসি (অপারেশনস) সুশান্ত ঘোষ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাবেক মেম্বার খোরশেদ আলম ক্রীড়া পরিচালক আব্দুল্লাহ সানা ও সৌদি প্রবাসী আতিয়ার রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মেহেদী হাসান প্রমুখ।

ঘোড়দৌড় শেষে বিকেল ৬টায় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। প্রথম স্থান অধিকারী খুলনার কয়রা উপজেলার ইব্রাহীম শিকারীকে নগদ ১০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকার করে কলারোয়ার বজলে রহমানকে নগদ সাত হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকার করে যশোরের বাঘারপাড়ার সোহেল আহম্মেদকে নগদ পাঁচ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়।

ঘোড়দৌড় প্রতিযোগীতা উপলক্ষ্যে সাতক্ষীরা, খুলনা ও যশোর জেলা থেকে ১৭টি ঘোড়া প্রতিযোগতায় অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *