সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের কার্যক্রম কে প্রসারিত ও গতিশীল করার লক্ষ্যে গণঅধিকার পরিষদের জেলা কমিটি বাস্তবায়নের জন্য যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এবং পেশাজীবি অধিকার পরিষদের আয়োজনে শুক্রবার বিকালে নিউ মার্কেটস্থ গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাসানুর রহমান হাসান, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আলতাফ হোসেন, পেশাজীবি অধিকার পরিষদের সভাপতি ঢালী হাফিজুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: এজদান, শ্রমিক অধিকার পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোকলেসুর রহমান, পেশাজীবি অধিকার অধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবু, শ্রমিক অধিকার পরিষদের অধিকার পরিষদের অর্থ সম্পাদক হাবিবুল্লাহ সুমন, যুব অধিকার পরিষদের সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, তালা উপজেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি সঞ্জয় বসু, যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সহ সভাপতি রায়হান ও যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের কার্যক্রম কে গতিশীল করার লক্ষ্যে দলের জেলা কমিটি জেলায় অবস্থানরত যোগ্য ও শিক্ষিত ব্যক্তিদের মধ্যে নতুন কমিটি নির্বাচিত করার জন্য যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এবং পেশাজীবি অধিকার পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় মতামত তুলে ধরেন ও ভবিষ্যতে সাতক্ষীরা গণঅধিকার পরিষদ কে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।