সাতক্ষীরায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সংগীতানুষ্ঠান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সাতক্ষীরায় জেলা শাখার আয়োজনের আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ফারাজী মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহ সভাপতি শেখ আব্দুল আজিজ মিলন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর শাখার সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শাখার আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব ইব্রাহিম গাজী,ভিআইপি শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, কোন দল বিরোধী দল দ্বারা ক্ষতিগ্রস্থ হয় কম । দল ক্ষতিগ্রস্থ হয় উপদলীয় কোন্দলের কারণে। জাতির ক্রান্তিলগ্নে শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। যার ফলে হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। অন্যথায় হাসিনা সরকারের মত পালানোর পথ খুঁজে পাবেন না।