আশাশুনির বড়দলে বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিএনপির দলীয় সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১৪ এপ্রিল) বিকেলে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে দলীয় সার্চ কমিটির মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের সদস্য পদ নবায়ন করে আশাশুনি উপজেলায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুরু হয়। বড়দল ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আজহারুল ইসলাম মন্টু ও আশরাফুল ইসলাম বকুলের আয়োজনে গোয়ালডাঙ্গা বকুল তলা চত্বরে এবং সার্চ কমিটির সদস্য শামসুদ্দিন সানা ও আজগর আলীর আয়োজনে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পৃথক দুটি আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-০৩ সংসদীয় আসনে জেলা বিএনপি মনোনীত সার্চ কমিটির টীম লিডার যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি,স ম হেদায়েতুল ইসলাম, আসিফুর রহমান তুহিন,বিএনপির আইনজীবী ফোরামের সদস্য এড.এবিএম সেলিম,তাঁতী দলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।