শুক্রবার ব্রহ্মরাজপুর- চেলার বিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
মেহেদী হাসান শিমুল: গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আনন্দ ধরে রাখতে আগামীকাল শুক্রবার ১৬ মে বেলা আড়াইটায় সাতক্ষীরা ব্রহ্মরাজপুর বাজারের নিকটবর্তী চেলার বিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।
বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ দিদারুল ইসলাম খোকা ও মোঃ শহিদুল ইসলামের আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা স্বনামধন্য ক্রীড়া পরিচালক মোঃ আব্দুল্লাহ সানার পরিচালনায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ শোয়াইব আহম্মেদ ,উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর উপজেলা, সাতক্ষীরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ শামিনুল হক ভারপ্রাপ্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানা। এছাড়াও এলাকার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আয়োজক কমিটিরা জানান মানুষের আনন্দ বিনোদন দেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়ার অংশগ্রহণে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ব্রহ্মরাজপুর উমরাপাড়া গ্রামের সন্তান বর্তমান প্রবাসী আতিয়ার রহমান, স্বত্বাধিকারী হোটেল সুন্দরবন আল মদিনা, বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল সভাপতি মদিনা শাখা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মদিনা মনোয়ারা সৌদি আরব।
হারিয়ে যাওয়া ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য এলাকার মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।