সাতক্ষীরায় হিমসাগর আম সংগ্রহের নতুন তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার হিমসাগর আম বাজারজাতকরণের তারিখ এগিয়ে আনা হয়েছে। আগের সিদ্ধান্তের ২০ মে থেকে এগিয়ে ১৫ মে করা হয়েছে। চাষি ও ব্যবসায়ীসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার (১৪ মে) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, সদর ইউএনও শোয়াইব আহমদ, সদর কৃষি কর্মকর্তা মনির হোসেন, কাঁচা বাজার ব্যাবসায়ি সমিতির সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক রজব আলীসহ আম চাষিরা।
সভায় আলোচনা শেষে জাতীয় স্বার্থে গরমের কারণে আম দ্রুত পেকে যাওয়ায় আগের নির্ধারিত সময় সূচি এগিয়ে আনা হয়েছে।