সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা
গাজী হাবিব: সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, লিগ্যাল এইড এর সেবাকে জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। এজন্য আমরা শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরা থেকে শুরু করতে চাই। আগামী ২৩ মে গাবুরা ইউনিয়নের জনগণের সাথে মিটিং এর মধ্য দিয়ে আমরা মাঠ পর্যায়ের যাত্রা শুরু করব।
তিনি আরও বলেন, আপনারা যারা লিগ্যাল এইডের সাথে আছেন আপনাদেরকে সাথে নিয়ে সরকারি এই আইনি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ জেলার একজন মানুষও যেন অর্থের অভাবে আইনি অধিকার পাওয়া থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি, কাজ করতে ভালোবাসি। যদি আপনারা আমার সাথে থাকেন, সহযোগিতা করেন, তাহলে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিস বিচারপ্রার্থী মানুষের আস্থার প্রতীকে পরিণত হবে।
সভায় অতিথি থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এড. এম, শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ ইমরান হোসেন, ডা. ফরহাদ জামিল ও জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল(১)। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান, জেলা সমাজসেবা অফিসের উপ- পরিচালক, জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের নাহার, অ্যাড. মুহাঃ মুনির উদ্দিন, সুশিলনের মোঃ মনিরুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করতে আগামী ২৩ মে শ্যামনগরের গাবুরা ইউনিয়নে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।