সাতক্ষীরার আঁখড়াখোলা বাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের তদারকি
স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (১৪ মে) বুধবার সদরের আঁখড়াখোলা বাজারে তদারকি ও জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে উক্ত ফ্যাক্টরি পরিদর্শন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। এসময় সাথে ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা। সহযোগিতায় ছিল জেলা পুলিশের ফোর্সের একটি চৌকস টিম ও ক্যাব সদস্য।
তদারকিকালে আঁখড়াখোলা বাজারে মেসার্স সিদ্দিকী স্টোরে পণ্যের মোড়কে তথ্য না থাকায় ৩৭ ধারায় ১ হাজার ৫শ টাকা ও হাফিজ স্টোরে পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ৩ হাজার টাকা মিলে মোট ৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়।
জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।