সাতক্ষীরার মধ্যকাটিয়ায় ৩ জনকে কু/পি/য়ে জখম, ৪ জনের নামে মামলা, গ্রে/প্তা/র-৪
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার মধ্য কাটিয়ায় ঘরের চালে থাকা নারকেল পাতা কাটাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ শাওন (২৭) মঙ্গলবার (১৩ মে) ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, মধ্য কাটিয়ার ভুটারের ছেলে মোঃ হাসান (৪২), তার স্ত্রী সালমা খাতুন (৩৭), ও ছেলে মোঃ সাব্বির (১৯), ভুটারের অপর ছেলে মোঃ জুল (৩৫) একই এলাকার মোঃ আবুল কালামের ঘরের চালে থাকা নারকেল পাতা কাটাকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে কুড়াল দিয়ে আবুল কালামের স্ত্রী আছিয়া খাতুন (৫০কে শ্লীলতাহানী করত: কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় আছিয়া খাতুনের ছেলে মোঃ সাগর (৩৩) মাকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে ডান হাতের রগ বিচ্ছিন্ন করে। মা এবং ভাইয়ের আত্মচিৎকারে মামলার বাদী শাওন রক্ষা করতে গেলে তাকেও বেদম মারপিট করে। মারামারির এক পর্যায়ে আসামী সালমা খাতুন শাওনের গলায় থাকা ৮ আনা ওজনের ১টি সোনার চেইন যার মূল্য ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। মারাত্মক আহত আছিয়া খাতুনের মাথায় অনেকগুলো সেলাই দিতে হয়েছে। বর্তমানে আহতরা সকলে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, আছিয়া খাতুনের মাথার আঘাত বেশ গভীর হলেও তিনি আশংকামুক্ত। তবে সাগর হোসেনের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।
এ ঘটনায় অভিযুক্ত ও গ্রেপ্তারকৃত হাসানের স্ত্রী সালমা খাতুন এ প্রতিবেদককে জানান, আমরা সম্পুর্ন নির্দোষ। আমরা কেউ তাদের কে মারিনি। আল্লাহ বিচার করবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুবুল ইসলাম রাজ বলেন, এজহারনামীয় সকল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরনের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে মামলার বাদী শাওন হোসেন বলেন, আমাদের এলাকার প্রত্যেকটি মানুষ হাসান ও তার পরিবার সম্পর্কে জানে তারা কতটা উগ্র স্বভাবের। কথায় কথায় খুন-খারাবি করার হুমকি দেয়। দেশীয় দা-কুড়াল নিয়ে বেরিয়ে আসে যে কোন প্রতিপক্ষকে ঘায়েল করতে। আমি হাসান ও তার পরিবারের দোষী সদস্যদের উপযুক্ত শাস্তি দাবী করছি।