কলারোয়ারাজনীতিসাতক্ষীরা জেলা

কলারোয়ায় যুবদলের গণসংযোগ ও মতবিনিময় সভা

এসএম ফারুক হোসেন, কলারোয়া: তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনার সমাবেশ সফল করতে কলারোয়া উপজেলা যুবদলের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কলারোয়া উপজেলার জয়নগর, জালালাবাদ ও কয়লা ইউনিয়নে ওই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় এ সমাবেশ সফলে যুবদলের ইউনিয়ন কমিটির নেতাকর্মীদের সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে এই গণসংযোগ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কলারোয়া উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসান রাজু, জামাল উদ্দিন টুটুল, রুহুল আমিন খোকন, রাফিসহ যুবদল নেতৃবৃন্দ পৃথক তিনটি গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত থেকে নেতাকর্মীদের ১৭ মে খুলনায় অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার আহ্বান জানান। এসময় জয়নগর ইউনিয়ন যুবদলের ইকবাল হোসেন, বাচ্চু, জাকির, রাজু, জালালাবাদ ইউনিয়ন যুবদলের আজগার আলি, উজ্জ্বল, কুদ্দুস, কয়লা ইউনিয়ন যুবদলের আব্দুল্লাহ, হামিদুল, আশিকসহ তিন ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *