অপরাধআইন আদালতদেবহাটারাজনীতিসাতক্ষীরা জেলা

দেবহাটায় ৫ ইউপি সদস্যকে পুলিশে দিলেন বিক্ষুব্ধ জনতা

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। সোমবার (১২ মে) দুপুরে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে তাদের গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন- দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, উল্লিখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকায় জনমনে ক্ষোভ রয়েছে।

সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী সেখানে জড়ো হন। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচ ইউপি সদস্যকে ধরে পুলিশে দেন বিক্ষুব্ধ জনতা। বিকেলেই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *