কালিগঞ্জে খাল উন্মুক্তের দাবীত মানববন্ধন
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ভুমিদস্যুদের কবল থেকে আটলেখালী খালটি উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারে (৯ মে) জুম্মার নামাজবাদে উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দাগনের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী নুরুজ্জামান পাড়, সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম বারী, বিশিষ্টজন আব্দুল মান্নান, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আব্দুল খালেক, শাহিনুর রহমান মীর প্রমুখ।
বক্তাগন বলেন নৌবসপুর, নীলকন্ঠপুর, বন্দকাটি ও ফতেপুর গ্রামের শতশত হেক্টর জমির পানি নিস্কাশনের একমাত্র খালটি আজও জবরদখল করে খাচ্ছে ভুমিদস্যু জলিল সরদার, খলিল সরদার, সুমন সরদারসহ তাদের দোসররা। সেকারণেই বর্ষার মৌসুমে ঐ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকসহ বসবাসকারী শতশত সাধারণ পরিবার ও ভুক্তভোগী জনগন ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে বহু পুরাতন আটলেখালী খালটি উন্মুক্তের দাবীতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ দাবী করা হয়। বিগত আওয়ামীগ সরকারের আমলে ধরাকে সরাজ্ঞান করে নীলকন্ঠপুর গ্রামের মৃত বদরুদ্দীন সরদারের ছেলে আব্দুল জলিল সরদারসহ তার সহোদররা খালটি দখল করে বাঁধ দেওয়ায় খালের গতি প্রকৃতি ভিন্ন হয়ে যায়। খালের দুই পারেরসহ খালটি অনেকাংশ এখন ফসলি জমিতে পরিণত হয়েছে।