কলারোয়ার দেয়াড়ায় দুস্থ পরিবারকে ব্যাটারিচালিত নতুন ভ্যান উপহার
এসএম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ার দেয়াড়া নতুন বাজারের মেসার্স আলী ট্রেডার্সের প্রোপ্রাইটর তাইজুল ইসলামের উদ্যোগে রোকনুজ্জামান নামের এক অসহায় ব্যক্তিকে ব্যাটারী চালিত নতুন ভ্যান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নতুন বাজারে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই নতুনভ্যানের চাবি হস্তান্তর করা হয়।
এই রোকনুজ্জামান উপজেলা দেয়াড়া গ্রামের অসুস্থ শহিদুল ইসলামের একমাত্র পুত্র। এর আগে তিনি তার মায়ের সাথে দেয়াড়া পাঁজাখোলা ঘাটের খেয়া নৌকা চালিয়ে সংসার চালাতো। আজ নতুন ভ্যান পেয়ে আনন্দে উদ্বেলিত।
মেসার্স আলী ট্রেডার্স এর ভাই মনিরুজ্জামান বলেন আমরা গত ২০১৮ সাল থেকে প্রত্যেক বছর একজন অসহায় গরিবের মাঝে নিজেদের অধ্যয়নের এই জ্ঞান দান করে থাকি।আমাদের মত সমাজের বিত্তবানেরা অনেকেই এভাবে যদি এগিয়ে আসে, তাহলে গরীব অসহায় মানুষ খুবই উপকৃত হবে। এই ব্যাটারি চালিত ভ্যানের ন্যায্য মূল্য ৬২০০০ হাজার টাকা।