কালিগঞ্জে দুর্ধর্ষ চুরি: ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৫ লক্ষ টাকা লুট
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বাড়ির গৃহকর্তাকে অসুস্থতায় হাসপাতালে নেওয়ার সুযোগে একটি সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরচক্র বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ঘরে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা সহ ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গত মঙ্গলবার (৬ মে) কালিকাপুর গ্রামের মাওলানা শেখ শাহাবাজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মাওলানা শাহবাজ আলী গত মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে। ওই সময় পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স যোগে দ্রুত সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। ঐ সময় বাড়িতে থাকা তার পুত্র মেহেদী হাসান শিমুল এবং তার স্ত্রী রাত সাড়ে ১২ টার দিকে তাদের ঘরে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ওৎ পেতে থাকা চোর চক্রের সদস্যরা বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে জানালার একটি গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ঐ সময় ঘন্টা ব্যাপী ঘরে অবস্থান করে চোর চক্রের সদস্যরা ঘরে রক্ষিত নগদ ৫ লক্ষ টাকা সহ প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়-চোপড় লুট করে চম্পট দেয়। সকালে ঘুম থেকে গৃহকর্তার পুত্র মেহেদী হাসান শিমুল উঠে দেখতে পায় ঘরের সব আসবাবপত্র ও জিনিসপত্র তছনছ ভাঙ্গা এবং এলোমেলো ও বিভিন্ন শোকেস, আলমারি খোলা ভাঙ্গা। পরীক্ষা করে দেখতে পায় নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। বিষয়টি জানতে পেরে গ্রামের লোকজন ছুটে আসলে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এই চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তবে এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান জানান পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা না হবে।