কালিগঞ্জে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ০৩ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলিয়া গ্রামে ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী সচেতনতা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ কমিউনিটি ডায়ালগ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন ইউনিসেফ বাংলাদেশ, খুলনা অফিসের কর্মকর্তা সুফিয়া আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা খাতুন। ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে বক্তাগণ আলোচনা করেন। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।