সাতক্ষীরায় প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (৭ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী ও সুলতানপুর এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির সদস্যর ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কুশখালী বিওপির সদস্যরা ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কালিয়ানী বিওপির সদস্যরা ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী বিওপির সদস্যরা ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা আটক করে।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।