সাতক্ষীরায় ১ সপ্তাহে বিপূল পরিমান মাদক ও ৭০ লক্ষ টাকার পন্য জব্দ
গাজী হাবিব: গত ১ সপ্তাহে সাতক্ষীরা জেলার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি এর সদস্যরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত ২৭ এপ্রিল হতে ০৩ মে পর্যন্ত এ সব ভারতীয় মালামাল জব্দ করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
৩৩ বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ২৭ এপ্রিল ২০২৫ হতে ০৩ মে ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ২০,৪২,৯১৩ টাকা মূল্যের স্বর্ণ, ২৩,৩৪,৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬,৪৯,০০০ টাকা মূল্যের ভারতীয় অপদব্য পুশকৃত গলদা/বাগদা চিংড়ি, ৪,৭৫,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ১,১৯,৫০০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন, ১,০৫,০০০ ভারতীয় সিগারেটের তামাক গুড়া এবং ১২,০৩,৫০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ও বাইসাইকেলসহ অন্যান্য মালামাল আটক করা হয়।
এছাড়া, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি ২ হাজার ২৫০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট, ২০ বোতল ভারতীয় মদ, ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২০০ পিস SILDENAFIL ট্যাবলেট আটক করে।
তিনি আরো জানান, বিজিবির টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।