ধুলিহরে মারিয়াম ট্রেডার্সে স্থানীয় কৃষকদের সাংস্কৃতিক সন্ধ্যা
মেহেদী হাসান শিমুল: বৈশাখের সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটায় মারিয়াম ট্রেডার্সের আয়োজনে কৃষকদের অংশগ্রহণে শুক্রবারে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
বোরো মৌসুমে কৃষকদের অংশগ্রহণ ও সাতক্ষীরা বন্ধু নাট্য সংঘের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় গ্রামীণ শিল্পরা গানে গানে আনন্দে মেতে উঠেন।
এবিষয়ে মারিয়াম ট্রেডার্সের স্বাত্তাধিকারী মো. হযরত আলী বলেন বৈশাখের তপ্তদিনে বোরো ধান সংগ্রহ করে ক্লান্ত দেহে স্থির প্রায়। কৃষকদের সাময়িকী মনোরঞ্জন করার জন্য এমন সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরশাদ আলী, সাংবাদিক জি এম আমিনুল হক, সাংবাদিক মো. মেহেদী হাসান শিমুল, ইউপি সদস্য সাংবাদিক এমএ হাকিম, দৈনিক সাতক্ষীরা সকালের প্রতিনিধি এমএ মাজেদ।
সাতক্ষীরা বন্ধু নাট্য সংঘের হারমোনিয়াম মাষ্টার মফিজুল ইসলাম, পল্লী শিল্পী জায়নাল হোসেন, আব্দুস সালাম, শহিদুল ইসলাম বাদশা, এবং স্থানীয় কৃষক শিল্পী মনিরুল ইসলাম, আব্দুল গফফার, রণজিৎ, ভৈরব, আজিবর রহমান, আনারুল ইসলাম, আব্দুস সাত্তার, রামপদ, হরিপদ প্রমূখ।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মারিয়াম ট্রেডার্সের পরিচালক সাংবাদিক ইমরান হোসেন।