প্রতাপনগরে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভাঙ্গন! আতংকিত এলাকাবাসী
আশাশুনি ব্যুরো: আশাশুনির প্রতাপনগর কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দেওয়ায় আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী। তবে, ভাঙ্গন রোধে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড তাদের কার্যক্রম শুরু করেছে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে ভাটির টানে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ টার্মিনাল ঘাটের দক্ষিণ পাশের প্রায় দুইশত ফুট স্থান জুড়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধে এ ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়।
শুক্রবার সকালে এ খবর এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বেড়িবাঁধে ভাঙ্গনের খবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড জানতে পেরে পরিদর্শনে আসেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাছকিয়া।
নির্বাহী প্রকৌশলী তাৎক্ষনিক এ ভাঙ্গন রোধে বলগেট, মাধ্যমে জিও ব্যাগে বালু ভর্তি করে ডাম্পিং কার্যক্রম শুরু করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, মাওঃ নুরুল আবসার মুরতাজা, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সোহরাব হোসেন, অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রভাষক মাওঃ শাহজাহান আলী প্রমুখ।
ইতোপূর্বে এ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একের তিন অংশ কপোতাক্ষ নদীতে বিলিন হয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার।