কলারোয়ায় বিভিন্ন সংগঠনের আয়োজনে শ্রমিক দিবস পালিত
এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় নানান আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২৫’ পালিত হয়েছে।
১ লা মে (বৃহস্পতিবার) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মূচির মধ্য দিয়ে মহান মে দিবসটি পালিত হয়। দিবসটিতে র্যালি, আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়। কলারোয়া রিক্সা, ভ্যান, ইজিবাইক শ্রমিক সংগঠন, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন ও কলারোয়া উপজেলা ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক পৃথক র্যালি শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে যৌথভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলার সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মিজানুল ইসলাম। বক্তব্যে তিনি শ্রমজীবী মানুষের অধিকারের কথা তুলে ধরে শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নিজস্ব অর্থায়নে শ্রমিকদের প্রতি ভালবাসা জানিয়ে উপস্থিত সকল সংগঠনের শ্রমিকদের হাতে উপহার হিসাবে গেঞ্জি তুলে দেন।
মাওলানা মতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, কলারোয়া পৌর জামায়াতের আমির ও সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস আলী বাবু, কলারোয়া থানার সেকেন্ড অফিসার সজীব, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, মাওলানা ক্বারী রফিকুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক সাবেক ছাত্রনেতা খান সেফায়েতুল ইসলাম সোহাগ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, উপজেলা নির্মাণ ট্রেডের সহ-সভাপতি ইসরাফিল হোসেন, দর্জি ট্রেডের সভাপতি আবু সুলাইমান, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মশিউল আজম তুহিন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাওলানা মশিউর রহমান, কৃষি ট্রেডের সভাপতি ইলিয়াস কবিরসহ শ্রমিক নেতৃবৃন্দ ও সূধিবৃন্দ।