অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর পাউবো’র বেড়িবাঁধে ধ্বস, আতঙ্কে এলাকাবাসী

মোঃ ইসমাইল হোসেন শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নদী রক্ষা বেড়িবাঁধে ৩০/৩৫ মিটার ফাটল দেখা দেয়ার একদিন পর বাঁধের একাংশ নদীতে ধসে গেছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে জোয়ার উঠার সময় বাঁধের একাংশ বসে যায়, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন সিংহরতলী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে। ফলে এলাকার মানুষ ও যানবাহন চলাচলের সমস্যা দেখা দিয়েছে। বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দেওয়ার একদিন পরেই হঠাৎ করে বাঁধের একাংশ নদীতে বিলিন হয়ে যাওয়ায় এলাকাবাসী খুব চিন্তিত হয়ে পড়েছে। দ্রুত সংস্কার করতে না পারলে নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। ক্ষতি হতে পারে বসতবাড়ি, চিংড়িঘের, মিঠা পানির পুকুর, ফসলি জমি সহ রাস্তাঘাট। তারা আরো বলেন পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে বাঁধটি সংস্কার করার জন্য কিন্তু জানিনা কয়দিন লাগবে। বাঁধটি দ্রুত সংস্কারের জন্য উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যাতে বিপদের হাত থেকে তারা রক্ষা পেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা সকাল সন্ধ্যা কাজ করছে বাঁধটি সংস্কারের জন্য। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন সানি বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধে গতকাল ৩০-৩৫ মিটার জায়গা জুড়ে ফাটল শুরু হয়। কাল থেকেই আমরা কাজ করে যাচ্ছি হঠাৎ করে আজ সকালে বাঁধের একাংশ ভেঙে নদীতে চলে যায়। ৩০ মিটার বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। যাতে বাঁধ ভেঙে পানি ঢুকতে না পারে সেই জন্য ৫০/৬০ মিটার রিং বাঁধ দেওয়ার কাজ চলছে। আশা করছি খুব দ্রুতই কাজ শেষ হবে। এছাড়াও শ্যামনগরের কয়েকটি বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর কাজও শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *