কালিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী গাজী আর নেই
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী গাজী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত: আব্দুর রহমান গাজীর ছেলে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী কিডনি জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সর্বশেষ গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাংলাদেশ ক্রিটিক্যাল কোয়ার এন্ড জেনারেল হাসপাতাল ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭ টায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।