অনলাইনকৃষিশ্যামনগরসাতক্ষীরা জেলা

প্লাস্টিক পলিথিন দূষণ রোধে শ্যামনগরে গণশুনানি

স্টাফ রিপোর্টার: উপকূলীয় এলাকায় প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে এক গণশুনানি মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন।

জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা’র সভাপতি আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া প্রমুখ।

গণশুনানিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ১৫০ জন, নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
সুন্দরবন বেষ্টিত নদীগুলোতে যাতে কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ফেলা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া হাটবাজার গুলোতে ডাস্টবিন স্থাপন, পলিথিন ব্যবহার কমাতে পারিবারিক অবস্থান থেকে শুরু করতে সকলে ঐকমত পোষন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত অংশগ্রহণকারিদের পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে শ্যামনগর উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *